যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর শহর সিউদাদ করেজ থেকে ১১ মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।এর মধ্যে আটজন পুরুষ আর তিনজন নারী। গতকাল (৩ আগস্ট) শুক্রবার ওই মরদেহগুলো উদ্ধার করা হয়। খবর গ্লোবাল নিউজ।সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন অপরাধী চক্রের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনা এমন এক সময় ঘটলো যখন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর পরদিন শহরটি সফরে যাওয়ার কথা।চলতি বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর দুর্নীতি নির্মূলের প্রতিজ্ঞা করেছেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ।
দেশজুড়ে চলমান সহিংসতা নিয়ন্ত্রণে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।উল্লেখ্য, মেক্সিকোর যেসব শহরে দীর্ঘদিন ধরে অপরাধজনিত সহিংসতা চলছে সিউদাদ করেজ তার অন্যতম।