টাইগারদের বাঁচা-মরার লড়াই

সিরিজে ঘুড়ে দাঁড়ানোর শেষ সুযোগ টিম বাংলাদেশের সামনে। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাল স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। ফ্লোরিডার লডারহিলের ‘সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে’ দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায়।

ওয়ানডে সিরিজ জয়ে পুরো দলে আত্মবিশ্বাসের যে সুবাতাস বইছিলো, তা হোচট খায় টি -টোয়েন্টিতে। প্রথম ওভারে তামিম-সৌম্য’র উইকেট হারানোর ধাক্কা শেষ অবধি আর সামলে উঠতে পারেনি সাকিবের দল। তবে কিছুটা আক্ষেপ রয়ে গেছে ঠিকই। মাহমুদুল্লাহ-লিটন-সাকিবদের ব্যাট যেভাবে হাসছিলো, তাতে স্বাগতিকদের বড় স্কোর ছুঁড়ে দিলে ভিন্ন কিছুও হতে পারতো।

সেই ম্যাচ এখন অতীত। নতুন ভেন্যু, নতুন ম্যাচ। টাইগারদের সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। হারলেই সিরিজ হবে হাতছাড়া। তাই নেই ভুল পুনরাবৃত্তির কোনো সুযোগ।

প্রথম ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার সুবিধা করতে না পারলেও, আগের ম্যাচের একাদশেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজম্যান্ট। দ্বিতীয় সু্যোগ পাবেন অফ ফর্মে থাকা সৌম্য সরকরা। স্পিনার নাজমুল অপুও থাকছেন একাদশে।

যুক্তরাষ্ট্রে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রডওয়ার্ড পার্ক স্টেডিয়ামে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ২০১০ সালে। এর দু বছর পর থেকে এই মাঠে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে ক্যারিবিয়ানরা। অন্য ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। এখন পর্যন্ত অপরাজিত থাকা তাই ফ্লোরিডায় এখন পর্যন্ত অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ।

সেই রেকর্ড নিশ্চয়ই অক্ষুণ্ণ রাখতে চাইবে ব্রাথওয়েটের দল। প্রথম ম্যাচে রাসেল-স্যামুয়েলসের অভিজ্ঞতার সঙ্গে উইলিয়ামস-কিমো পলরাও মেলে ধরেন নিজেদের। ক্যারিনিয়ানরা প্রমান করেছে এই ফরম্যাটে কেন তারা বিশ্বসেরা। তাই শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় না থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় উইন্ডিজ।

সেন্ট্রাল ব্রডওয়ার্ড পার্ক স্টেডিয়ামে সবসময়ই আধিপত্য থাকে ব্যাটসম্যানদের। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ ২৪৫ রানের সঙ্গে দুশোর বেশী আরও একটি স্কোর করেছে ক্যারিনিয়ানরা। তাই হাই স্কোরিং একটা ম্যাচ হয়তো অপেক্ষা করছে সমর্থকদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *