খুব শিগগির থ্রিজি-ফোরজি ফিরে পাবেন মোবাইল গ্রাহকরা

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ থ্রিজি-ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না মোবাইল গ্রাহকরা।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, কারিগরি ত্রুটির কারণে সারা দেশে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে।সপ্তাহব্যাপী ছাত্র আন্দোলনের মধ্যে শনিবার (০৪ আগস্ট) ইন্টারনেটের মাধ্যমে গুজব ছড়িয়ে রাজধানীর জিগাতলায় সংঘর্ষ বাধে। ফেসবুকে ভিডিও ছড়িয়ে গুজব ছড়ানোর অভিযোগ সন্ধ্যায় অভিনেত্রী নওশাবাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

এরই মধ্যে সন্ধ্যার পর থেকে মোবাইল ইন্টারনেটে বিভ্রাট দেখা যায়। এরপর থেকে গ্রাহকরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে সচল আছে ব্রডব্যান্ড কানেকশন।মোবাইলে কেন থ্রিজি-ফোরজি পাওয়া যাচ্ছে না এমন প্রশ্নে বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খাঁন বলেন, এই সেবা যার মাধ্যমে (একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে- আইআইজি) পরিচালিত হয়, সেখানে ত্রুটি হয়েছে। সে কারণে আপাতত মানুষ মোবাইলে এই সেবা পাচ্ছেন না।“তবে বিটিআরসি এ সমস্যা সমাধানে কাজ করছে। খুব শিগগির মানুষ এই সেবা ফিরে পাবেন।”এদিকে মোবাইলে ইন্টারনেট বন্ধ থাকায় মোবাইল অ্যাপস ভিত্তিক সেবাগুলো ব্যবহার করতে পারছেন না মানুষ।রাজধানীর শেওড়াপাড়ার রহমত রহমান জানান, গতকাল থেকে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। এতে নিজের কাজেও অনেক সমস্যা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *