বলিউড অভিনেত্রী এষা গুপ্তার সঙ্গে নাম জড়িয়েছে ভারতীয় ক্রিকেট তারকা হার্দিকপান্ডের। অনেকদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বিটাউনে। এ দিকে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার রিপোর্টে জানা গেছে, খুব শিগগিরই তাদের বিয়ে হতে চলেছে। অবশেষে প্রেম ও বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী এষা।
কয়েক মাস আগে এষা গুপ্তা ও হার্দিক পান্ডের পরিচয় হয়। এরপর থেকেই তারা একে অপরের সঙ্গে প্রেম করছেন। এরপরেই বিয়ের গুঞ্জন শোনা যেতে থাকে। এই জেরে এষা গুপ্তা জানিয়েছেন, খুব শিগগিরই বিয়ে করার ইচ্ছে নেই তার। আর যদি বিয়ে করেন, সেটি সবাইকে জানিয়ে করার ইচ্ছে রয়েছে নায়িকার। অন্যদিকে এই নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি হার্দিক।
এই বছরের শুরুতে হার্দিক পান্ডের সঙ্গে এলি আব্রামের সঙ্গে প্রেম নিয়ে অনেক সংবাদ প্রকাশ করা হয়। দুজনে প্রেম করছেন, এবং তাদেরকে একাধিকবার প্রকাশ্যে দেখা যায়। হার্দিকের ভাইয়ের বিয়েতেও উপস্থিত ছিলেন এলি। কিন্তু ঘটনার মোড় বদলে যায় কয়েকমাস আগে। হঠাৎ জানা যায়, এলি নয় বরং এষার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হার্দিক। যদিও তারা এই বিষয়ে প্রকাশ্যে জানাতে চান না।