শিকাগোতে ১৩ ঘণ্টায় ৪৪ জনকে গুলি, ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের শিকাগোর পুলিশ জানিয়েছে, তারা ৫ আগস্ট রবিবার ১৩ ঘণ্টার মধ্যে ৪৪ জন মানুষ গুলিবিদ্ধ হওয়ার তথ্য রেকর্ড করেছে।

রবিবার রাত দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টাতেই ১০টি ঘটনায় ৩০ জনকে গুলি করা হয়, যাদের মধ্যে দুজন নিহত হন।

শিকাগো পুলিশের ব্যুরো অব পেট্রোল চিফ ফ্রেড ওয়ালার বলেছেন, ‘শিকাগো একটি সহিংস রাত পার করল। কিছু কিছু গুলির ঘটনা ছিল পরিকল্পিত এবং সংঘবদ্ধ সহিংসতার সঙ্গে সম্পৃক্ত। অন্তত একটি ঘটনায় বন্দুকধারী অনেক মানুষের ভিড়ের মধ্যেই গুলি ছুড়েছে।’

গুলিবিদ্ধদের মধ্যে ৬১ বছরের বৃদ্ধ থেকে ১১ বছর বয়সী শিশুরাও আছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কারা এসব গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

রবিবারের এই ভয়াবহ রাতের অাগের দুই রাতেও যথাক্রমে ছয়টি ও ১৫টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে ওই দুই রাতে কেউ নিহত হননি। রবিবার রাতের ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনাগুলো রাত দেড়টায় শুরু হয়ে বেলা ২টায় গিয়ে থামে।

সাম্প্রতিক বছরগুলোতে গুলিবর্ষণে হত্যার ঘটনা নিয়ে সংকটময় পরিস্থিতি পার করছে শিকাগো। পুলিশ কর্মকর্তা ওয়ালার জানিয়েছেন, ২০১৭ সালের তুলনায় এ বছর গুলিবর্ষণ ৩০ শতাংশ এবং হত্যা ২৫ শতাংশ কমে এসেছে। এক দিনে সর্বশেষ এত বেশিসংখ্যক গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল এ বছরের ২৫ জুন। সেদিন ২১টি গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত হয়েছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের মৌসুমে অপরাধপ্রবণতা বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *