রক্ষা নয়, সমকামী দম্পতিদের ব্যঙ্গ করেছিলেন স্টোকস!

নাইট ক্লাবে মারামারির ঘটনায় এখনো মামলা চালিয়ে যেতে হচ্ছে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে। সেই মামলার শুনানিতে নতুন করে দোষী প্রমাণিত হলেন স্টোকস। বলা হচ্ছিল, এক সমকামী দম্পতিকে বাঁচাতে গিয়ে মারামারি করেছিলেন স্টোকস। কিন্তু এবার জানা গেল, সমকামী দম্পতিকেই ব্যঙ্গ করেছিলেন তিনি! তা ছাড়া যে আত্মরক্ষার কথা বলেছেন, সেখানেও নাকি অশালীন আচরণ ছিল তার।

সোমবার মামলার হাজিরার কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকা হচ্ছে না স্টোকসের। কিন্তু যে মামলায় নিজেকে বাঁচাতে গেলেন, সেখানেই ঘটলো উল্টো এই বিপত্তি। যদিও স্টোকস এসব অভিযোগ অস্বীকার করেছেন।

স্টোকসের প্রতিপক্ষ আইনজীবীর দাবি, স্টোকস আত্মরক্ষার ক্ষেত্রে উগ্র ছিলেন। একজনকে সিগারেটের আগুন দিয়ে আহত করেছেন তিনি। প্রথম দিনের শুনানিতে বলা হয়, স্টোকস ও তার জাতীয় দলের সতীর্থ অ্যালেক্স হেলস নাইট ক্লাব ছেড়ে গিয়েছিলেন রাত পৌনে ১টায়। তারপর আবারও ফিরে আসেন ২টার পর। কিন্তু ততক্ষণে ক্লাব বন্ধ। স্টোকস জোর করে ঢুকতে চাইলে তাকে কর্মকর্তারা বুঝান, আপাতত ক্লাব বন্ধ।

সেখানকার বাউন্সার (রক্ষী) ছিলেন দুজন। তাদের সঙ্গে বাজে আচরণ করেন স্টোকস। সেই দুই বাউন্সারের একজন অ্যান্ড্রু কানিংহামের অভিযোগ, তাকে অপমান করেছেন স্টোকস। পরে এক সমকামী দম্পতির দিকে নজর যায় বেন স্টোকসের। তাদের কণ্ঠ নকল করে কৌতুক ও বাজে কথা বলতে থাকেন ইংল্যান্ড জাতীয় দলের এই ক্রিকেটার। তারপরই এসব কিছুর সূত্রপাত বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *