মাহিনের পরিচালনায় রূপসা-আরজুর ‘মায়া বাড়াইছে’

বিনোদন ডেস্ক, স্বদেশ নিউজ২৪: আসছে আগামী ৯ আগস্ট, বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ইউটিউব চ্যানেলে ‘মায়া বাড়াইছে’ গানের ভিডিও। ‘মায়া বাড়াইছে’ গানটি গেয়েছেন এই সময়ের প্রতিভাবান কণ্ঠশিল্পী রুকসানা রূপসা। তিনি তারা লোক নাট্যদলের ‘সোনাই মাধব’ নাটকের নায়িকা। আর গানটিতে রূপসার সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। প্রথমবারের মতো কোনও মিউজিক ভিডিও’র মডেল হলেন এই চলচ্চিত্র অভিনেতা। কে জিয়ার কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন ইবনে রাজন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ।

মিউজিক ভিডিও নির্মাতা মাহিন আওলাদ স্বদেশ নিউজ২৪কে বলেন- দিনের পর দিন রাতের পর রাত, ক্লান্তিহীন ভাবে মানুষের খবর বয়ে বেড়ানো একজন ডাক হরকরার মনের খবর কে রাখে…দেখতে হলে চোখ রাখুন শুধুমাত্র ধ্রুব মিউজিক স্টেশনে,ডাক হরকরা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন চিত্র নায়ক কায়েস আরজু,কায়েস আরজু ভাইয়ের প্রথম মিউজিক্যাল ফিল্ম “মায়া বাড়াইছে” আর গানটি চমৎকার গেয়েছেন কণ্ঠশিল্পী রুকসানা রূপসা।

চিত্রনায়ক কায়েস আরজু স্বদেশ নিউজ২৪কে বলেন- একটা দারুণ গল্পে গানটির ভিডিও নির্মিত হয়েছে। গানটিও অসম্ভব সুন্দর। একজন ডাক হরকরার প্রেম, বিরহ নিয়ে ‘বন্ধু মায়া বাড়াইছে’ গানের ভিডিওটি সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।

কণ্ঠশিল্পী রুকসানা রূপসা স্বদেশ নিউজ২৪কে বলেন, অনেক সময় নিয়ে গানটি করেছি। গানের সঙ্গে মিল রেখে ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করছি গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

গানটি ইউটিউবের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *