সিলেটে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা আরোহী দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হেতিমগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোলাপগঞ্জের গুগারকুল গ্রামের সিকন্দর আলীর দুই ছেলে সুরুজ আলী ও তরমুজ আলী। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী জানান, বিয়ানীবাজার থেকে সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। আহত হন তিনজন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *