নড়াইল প্রতিনিধি: নিখোঁজের পাঁচদিন পর যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া বাজারের সার ব্যবসায়ী তরিকুল ইসলামের (২৮) গুলিবিদ্ধ লাশ নড়াইল সদরের দুর্বাজুড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তরিকুল যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া এলাকার মিজানুর রহমান বিশ্বাসের ছেলে। তরিকুলের চাচা ওমর আলী বিশ্বাসসহ তার পরিবারের দাবি, গত ৩ আগস্ট (শুক্রবার) সন্ধ্যার সময় সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তরিকুলের সারের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায়। বিষয়টি বাঘারপাড়া থানা পুলিশকে অবগত করা হয়। তরিকুল বাঘারপাড়া উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।
জানা যায়, এলাকাবাসী নড়াইল-যশোর সড়কের পাশে দুর্বাজুড়ি এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নড়াইল থানার ওসি আনোায়ার হোসেন জানান, নিখোঁজের পাঁচদিন পর যশোরের তরিকুল ইসলামের গুলিবিদ্ধ লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়। তরিকুলের কানের কাছে গুলির চিহৃ রয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।