গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজী পাড়া গ্রামের চার সংগ্রামী দরিদ্র নারী শ্রমিক অবশেষে তাদের স্বপ্নের ঘর পেলেন। টিনের চালা আর বাঁশের ভাঙ্গা বেড়ার ঝুপড়ীতে থাকা এসব নারী কল্পনাও করেন নি, কখনো তাদের ভাগ্যে এ রকম দিন আসবে। ‘মাননীয় প্রধানমন্ত্রীর অবদান সবার জন্য বাসস্থান’ এই শ্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘যার জমি আছে ঘর নাই-তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পে তাদের হাতে এই ঘর তুলে দেয়া হয়। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল মঙ্গলবার (৭ আগস্ট) বিকেলে তাদের হাতে ঘরের চাবী তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে ফিতা কাটেন।