প্রথম দুই ম্যাচে সেভাবে রানের দেখা না পেলেও চতুর্থ ম্যাচে হেসেছে মুমিনুল হকের ব্যাট। শেষ পর্যন্ত সেটাকে ঝড়ে পরিণত করেছেন বাঁহাতি এই ব্যাটম্যান।
৮ আগস্ট, বুধবার আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চতুর্থ আনঅফিসিয়াল ওয়ানডেতে মাত্র ৮১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। লিস্ট-এ ক্যারিয়ারে এটা তার চতুর্থ সেঞ্চুরি।
সেঞ্চুরি করেন থামেননি ‘বাংলাদেশের বিশেষজ্ঞ টেস্ট ব্যাটসম্যান’ হিসেবে তকমা পাওয়া মুমিনুল। নিজের ইনিংসটিকে আরও বড় করে নিচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ডাবলিনে মুমিনুলের ঝড়ো ব্যাটিংয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
এদিন টস টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানেই ওপেনার মিজানুর রহমানকে হারায় বাংলাদেশ। কিন্তু সেই ধাক্কা দলের গায়ে লাগতে দেননি অধিনায়ক মুমিনুল। দ্বিতীয় উইকেটে জাকির হাসানকে নিয়ে গড়েন ২১০ রানে জুটি। জাকির ৭৯ রান করে বিদায় নিলেও মুমিনুল তুলে নেন সেঞ্চুরি।
জাকিরের বিদায়ের পর মুমিনুলকে সঙ্গ দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। তৃতীয় উইকেটে দুজন মিলে এখন পর্যন্ত (৪২ ওভার) ৬৭ রানের নিরবিচ্ছিন্ন জুটি গড়েছেন। ৪২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৮৩ রান। মুমিনুল ২৪ চার ও ২ ছয়ে ১৫৮ রানে অপরাজিত রয়েছেন। মিথুন অপরাজিত আছেন ৩১ রানে।