দেশে ফেরেননি সব ক্রিকেটার

দুই ম্যাচের টেস্ট, তিন ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আইপে ট্রফি খেলে ৯ আগস্ট, বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সবাই না। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সপরিবারে যুক্তরাষ্ট্রে রয়ে গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান সাকিব আল হাসানসহ ৯ ক্রিকেটার।

অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা তার স্ত্রী ও সন্তানদের চিকিৎসার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। সে কারণে দলের সাথে ফেরেননি তিনি। ওয়ানডে সিরিজ শেষ করেই নিউইয়র্কে গেছেন তিনি।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও সপরিবারে সেখানে রয়ে গেছেন। এশিয়া কাপের আগে হাতে পাওয়া আড়াই সপ্তাহের ছুটি কাটানো শুরু হয়েছে এখান থেকেই। তারা ঈদের আগে দেশে ফিরবেন।

এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ যুক্তরাষ্ট্র থেকে আবার উইন্ডিজে ফিরেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যোগ দিতে। সৌম্য সরকার উড়ে গেছেন আয়ারল্যান্ডে। সেখানে তিনি ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন।

আইপে সিরিজের শুরুটা ধাক্কা ছিল বাংলাদেশের জন্য। তবে দুই টেস্টেই বাজেভাবে হারের পর ঘুরে দাঁড়ায় দলটি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই জয় পায় মাশরাফি-সাকিবদের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *