গর্ভপাত অবৈধই থেকে গেল আর্জেন্টিনায়

আর্জেন্টিনার সংসদের উচ্চকক্ষ সিনেট গর্ভপাতের পক্ষের একটি বিল বাতিল করে দিয়েছে। এ বিলটি পাস হলে ১৪ সপ্তাহ পর্যন্ত গর্ভবতী নারীরা গর্ভপাতের বৈধতা পেতেন।

বিলটি নিয়ে সিনেটে দীর্ঘ বিতর্ক হয়। শেষে ভোটাভুটিতে ৩৮ জন সিনেটর বিলটির বিপক্ষে এবং ৩১ জন সিনেটর পক্ষে ভোট দেন।

বর্তমানে শুধু ধর্ষণ এবং মায়ের স্বাস্থ্য বেশি খারাপ হলে আর্জেন্টিনায় গর্ভপাত বৈধ। অন্য সব ক্ষেত্রে এটি অবৈধ।

বিলটি নিয়ে ভোটিংয়ের সময় এর পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া বহু মানুষ সংসদের বাইরে জড়ো হয়েছিলেন।

বিলটির পক্ষের আন্দোলনকারীরা কয়েকবছর ধরে বিলটি যাতে পাস হয়, সে লক্ষ্যে প্রচারণা ও আন্দোলন চালিয়ে আসছিলেন। কিন্তু প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাকরি নিজেই বিলটির বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের সব প্রচেষ্টা আরও দীর্ঘায়িত হয়েছিল।

গত জুনে সংসদের নিম্নকক্ষে প্রায় ২৪ ঘণ্টা ব্যাপক তর্ক বিতর্কের পর খুব অল্প ভোটের ব্যবধানে বিলটি পাস হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *