নিজেদের করা ঘোলাজলেই বিএনপি-জামায়াত ডুবে মরবে: ইনু

শিশুদের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জলঘোলা করেছে, সেই ঘোলাজলে এখন আর মাছ শিকার হবে না, সেই জলেই বিএনপি-জামায়াতই ডুবে মরবে। বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক মন্তব্যের জবাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, সরকার কোনও রাজনৈতিক দলকে ফাঁসানোর চেষ্টা করে না। শিশুদের ৯ দফা আন্দোলনের দাবীগুলো অক্ষরে অক্ষরে শেখ হাসিনার সরকার বাস্তবায়ন শুরু করেছে।

ইনু বলেন, সরকার উৎখাতের স্বপ্ন বাদ দিন, কিভাবে রাজনীতিতে টিকে থাকবেন সেই পরিকল্পনা করুন। ৩ মাস পর নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিন।

এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি আতা-উর-রহমান আতা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *