অনলাইনে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’

সিনেমা হলে ঝড় তোলার পর এবার অনলাইনে আসছে দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। ২০১৬ সালের অক্টোবরে সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। দেশজুড়ে দারুণ সাড়া ফেলে এই ছবিটি।

পরবর্তীতে বিদেশের সিনেমা হলেও দর্শকের মাঝে সাড়া ফেলে এই অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবিটি। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে অনলাইনে। অনলাইন ভিডিও প্লাটফর্ম ‘বায়োস্কোপ’-এ আসছে ‘ঢাকা অ্যাটাক’।

নির্মাতা দীপঙ্কর দীপন জানান, আগামী ১২ আগস্ট ছবিটি অনলাইনে মুক্তি দেয়া হবে। দর্শক ঘরে বসেই সিনেমাটি দেখতে পারবেন। পাইরেসি নয়, বৈধ উপায়ে অনলাইনে ছবিটি দেখা যাবে।

দীপংকর দীপন পরিচালিত সিনেমাটির মূল ভাবনা ও কাহিনি লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম ইউনিট) সানী সানোয়ার।

পুলিশি-অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবিটি ভিন্ন মাত্রা যোগ করেছে ঢাকাই সিনেমায়। যৌথভাবে প্রযোজনা করেছে- স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেড।

ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মোহাম্মদ আলী হায়দার, নিকোল মন্ডল।

বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, আলমগীর ও শিপন মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *