রাজধানীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
১১ অাগস্ট, ভোরে বাড্ডার বেরাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নূর অালম (২৮)।
বাড্ডা থানার মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসিন গাজী জানান, আজ ভোরে খান চিকেন রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেন নূর অালম। ওই সময় প্রতিষ্ঠানটির কর্মীরা তাকে ধরে ফেলে এবং গাছে বেঁধে ব্যাপক মারধর করেন। পরে তার মা খবর পেয়ে ছুটে অাসেন এবং তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। কিন্তু বাসায় যাওয়ার পর অসুস্থ হয়ে সকালের দিকে নূর অালমের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি মামলা করবেন বলে জানা গেছে। তবে বিকেল ৫টা পর্যন্ত কাউকে অাটক করতে পারেনি পুলিশ।
এ ছাড়া ময়নাতদন্তের জন্য নিহত অালমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।