মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৩ আগস্ট সোমবার, বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃতাধীন তিন সদস্যের আদালত এ রায় ঘোষণা করেন।
ইসহাক সিকদার ছাড়া অন্য চার আসামি হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।
দুইটি অভিযোগের ভিত্তিতে তাদেরকে এ সাজা দেওয়া হয়। বেলা পৌনে ১১টার দিকে রায় পড়া শুরু করে ট্রাইব্যুনাল। এ সময় আসামিরা ডকে বসে রায় পড়া শুনছিলেন। তাদের সঙ্গে আসা ১১জন স্বজন আদালতের এজলাসের উপস্থিত ছিলেন। ১৫৯ পৃষ্ঠার রায়ে মোট প্যারা ৪৪টি।
চলতি বছরের ৩০ মে এই পাঁচ আসামির মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। এরপর আজ সোমবার রায় ঘোষণা করলেন আদালত।
গত বছরের ৮ মার্চ এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে এই পাঁচজনকেই গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।