পাকিস্তানের একটি কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে চারজন নিহত ও ১৩ জন খনির ভেতরে আটকা পড়েছেন।
১২ আগস্ট, রবিবার এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াজিত খান জানান, রবিবার কুয়েটা শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে সান্জডি নামক গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওয়াজিত খান বলেন, ‘এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওখানে আরও ১৩ জন খনি শ্রমিক আটকা রয়েছে।’
গ্যাসের পাইপে ফুটো থাকায় উদ্ধার কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। পাকিস্তানের এসব খনিতে মাঝে মাঝে এমন দুর্ঘটনা ঘটে থাকে।