রাইফার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না, হাইকোর্টের রুল

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন যথাযথ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

গত ২৯ জুন চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তারের ভুল চিকিৎসার জন্য শিশু রাফিদা খান রাইফার মৃত্যু ঘটে।

এরপর গত ৯ আগস্ট হাইকোর্টে রাইফার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করেন শিশুর বাবা মোহাম্মদ রুবেল খান।

এরই প্রেক্ষিতে আজ হাইকোর্ট তার পরিবারকে কেন যথাযথ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। পাশাপাশি অবহেলা ও ভুল চিকিৎসার কারণে হাসপাতাল এবং সংশ্নিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে বা ক্ষতিগ্রস্থ হলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হবে না- তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি, ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্নিষ্ট তিন চিকিৎসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনেরপক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *