‘বয়ফ্রেন্ড’ রাহুলকে ‘ভাই’ বানিয়ে দিলেন বলিউড নায়িকা

ইংল্যান্ড সফরে সিরিজের শুরুর দুই টেস্টের চার ইনিংসে লোকেশ রাহুলের সংগ্রহ সাকুল্যে ৩৫ রান। ভারতীয় এ শীর্ষ তারকার ব্যাটে কেন এমন রানের খরা? কারণটা খুঁজে বের করেছেন ভক্ত-সমর্থকরা। বলিউড অভিনেত্রী নিধি আগারওয়াল নাকি হঠাৎই ‘বয়ফ্রেন্ড’ থেকে ‘ভাই’ বানিয়ে দিয়েছেন রাহুলকে। এরপর থেকে মনটা ভীষণ খারাপ রাহুলের! রাহুল আর নিধির সম্পর্কের কথা প্রকাশ পেয়েছে আগেই। রেস্টুরেন্ট কিংবা শপিংমলে চুটিয়ে ডেটিং করতে দেখা গেছে তাদের। কিন্তু হঠাৎ ‘ইউটার্ন’ করে বসেন নিধি।ভারতের এক সংবাদমাধ্যমে বলিউড তারকা নিধি আগারওয়াল বলেন, ‘ছোটবেলা থেকে আমরা পরস্পরের পরিচিত। আমি অভিনেত্রী কিংবা রাহুল প্রতিষ্ঠিত ক্রিকেটার হওয়ার বহু আগে থেকেই আমরা একে অপরকে চিনি। যদিও আমরা একই কলেজে পড়িনি।’ তাতেও সম্পর্কটা খোলাসা হয়নি। হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের সাহায্যে। জাতীয় দলের জার্সিতে রাহুল মাঠে নামার আগে নিজের ইনস্টাগ্রামের ‘ইয়োর স্টোরি’-তে রাহুলের জন্য ‘বেস্ট অব লাক ব্রো’ লিখে দেন নিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *