জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনীগ্রন্থে তৃনমূলের ৮৫% জনপ্রতিনিধি শিক্ষায় শিক্ষিত নয় বলে মন্তব্য করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য আবু শাকের তানিন খাঁন। তিনি বলেন, নেতৃত্ব, দেশপ্রেম, সাংগঠনিক গঠন কাঠামো নির্মাণ, ত্যাগ-ধৈর্য্য, অধ্যাবসায় শিখতে হলে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী পাঠ করার বিকল্প নেই।
তৃনমূল পর্যায়ে ওয়ার্ড, ইউনিয়ন এমনকি উপজেলা পর্যায়ের নেতারাও অনেকে জানেন না পিতা মুজিবের জম্ম, শৈশব , পিতা মুজিবের রাজনৈতিক দর্শন, পিতা মুজিবের আদর্শ। কালে মহাকালে যে নেতা আর্বিভাব হয়েছে সে নেতার জীবনচরিত কর্মীদের মধ্যে অনুপস্থিত থাকবে তা কখনোই মেনে নেয়া যায় না।
আজ জাতির জনকের আদর্শকে ঢেকে রেখে যারা নৌকার প্রতীক পেতে মরিয়া হয়ে পরেছে, হাজার হাজার কোটি টাকায় বিদেশে বিলাস ব্যসনে আনন্দ করছে তাদের প্রতিহত করতে হবে বলেও জানান শাকের তানিন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা সম্পর্কে যে নেতা বা জনপ্রতিনিধি সম্যকরূপে ধারনা রাখবে না তাকে আওয়ামীলীগ করার অধিকার দেয়া ঠিক নয়। জাতির ক্লান্তি লগ্নে তরুন সমাজ এবং যুব সমাজের পাশাপাশি সমাজের প্রত্যেকটি নাগরিকের এ পুস্তক গুলো পাঠ করা একান্ত জরুরী।
তাহলেই জাতি একটি একটি আদর্শিত রাষ্ট্র হিসাবে এ দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে । শাকের তানিন বলেন,শুধু মুখে আওয়ামীলীগ দাবী করলেই হবে না আওয়ামীলীগের সঠিক ইতিহাস জানতে হবে। জাতির জনকের আদর্শকে বুকে ধারন করতে হবে।
তৃনমূলের কর্মীদের ভালোবাসতে হবে, তাহলেই এদেশ একটি অসাম্প্রদায়িক আধুনিক সোনার বাংলা গড়ে তোলা সহজ হবে বলে মত দেন আবু শাকের তানিন।