একটি চিতাবাঘের শাবক রাতের অন্ধকারে একটা বাড়ির ভেতরে ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা দুই শিশুর মাথার কাছে গিয়ে শুয়ে পড়ে। সকালে ওই শিশুদের মা তাদের রুমে এসে দেখতে পান ঘটনাটি।
ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার ইগাতপুরি তালুকা অঞ্চলে এ ঘটনা ঘটে।
বন দফতরের কর্মকর্তা গোরক্ষনাথ যাদব জানান, ওই চিতাবাঘের শাবকটি মনীষা বারদের বাড়িতে রাতের অন্ধকারে ঢুকে পড়ে। তিনি বলেন, ‘শাবকটি ওই দুই শিশুর মশারির ভেতরে ঢুকে তাদের মাথার কাছে ঘুমিয়ে ছিল।’
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওই দুই শিশুর মা শাবকটিকে বিরক্ত না করে সন্তানদের খুব সাবধানতার সঙ্গে রুম থেকে বের করে নিয়ে আসেন।
এদিকে ওই চিতা শাবকের কাণ্ডে তোলপাড় পড়ে গেছে পুরো এলাকায়।
গোরক্ষনাথ যাদব জানান, এ বিষয়ে গ্রামবাসীকে সাবধান করে দেওয়া হয়েছে। এ ছাড়া বন দফতরের একটি দল মনীষার বাড়িতে গিয়ে সেখান থেকে চিতাবাঘের শাবকটিকে উদ্ধার করে। শাবকটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও তিনি জানান।