রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় বাসচাপায় স্কুলছাত্রীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাস এ্যারো বেঙ্গলের পলাতক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে আটটার দিকে গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার চালকের নাম জনি। তিনি গোদাগাড়ী উপজেলার প্রেমতলি ফরাদপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
শাহমুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর থেকে চালক জনি পলাতক ছিলেন। পরে মোবাইল ফোন ট্যাকিং করে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
গককাল বুধবার সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানের মধ্যে ঢুকে পড়লে ঘটনাস্থলেই দুইজন চিকিৎসাধীন অবস্থায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হন আরও অন্তত চারজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর রাজশাহী-নওগাঁ রোডে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
এদিকে, বাসচাপায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার রাতে নিহত দুইজনের বাড়িতে যান মেয়র। পরে দুইজনের নামাজে জানাজায়ও অংশ নেন লিটন।