মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপভ্যানচাপায় রাহিম মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত ১০টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের জগন্নাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহিম সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া গ্রামের সুন্দর মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এসআই মো. গিয়াস উদ্দিন খান বলেন, রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহরে মোটসাইকেলে আসছিলেন রাহিম ও জনি। তারা শহরতলীর জগন্নাথপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সামনে পড়ে।
এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করলে পেছনে থাকা রাহিম ছিটকে রাস্তায় পড়ে যান। তাৎক্ষণিক পিকআপভ্যানটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে আহত হন জনি। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।