বিমানবন্দর রেলস্টেশন থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহরণকারী মাদ্রাসা শিক্ষকও আটক হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। আজ শনিবার সকালে শিশুকে উদ্ধার করে আপহপরণকারীকে আটক করা হয়েছে বলে র‌্যাব-৩ এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অপহরণকারী মাদ্রাসার শিক্ষকের নাম মো. মইনুল ইসলাম।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপহরণকারী মইনুল রাজধানীর হাতিরঝিলে থাকলেও তিনি নোয়াখালীতে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তবে তিনি ঢাকায় প্রাইভেট পড়াতেন।আর এভাবেই শিশু বাবা মায়ের সঙ্গে পরিচয় তার। গত বৃহস্পতিবার সামিরকে বেড়াতে নিয়ে যাবের কথা বলে বাসা থেকে নিয়ে যান মইনুল। এরপর থেকেই সামিরকে নিয়ে নিখোঁজ হন তিনি। সামিরের বাবা কাওসার আহমেদ মাইক্রোবাস চালক। তার সেই মাইক্রোবাসে রেখে যাওয়া একটি চিরকুটে সামিরকে ছাড়িয়ে নেয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন মইনুল। টাকা নিয়ে শিশুটির মা মুক্তি বেগমকে যাওয়ার কথা উল্লেখসহ একটি মোবাইল নম্বর দেয়া ছিল।
এরপরই শিশুটির পরিবার র‌্যাবের সঙ্গে যোগাযোগ করে মইনুলের বির্দেশ মতো হাজী ক্যাম্প এলাকায় যান। তখন সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যরা বিমানবন্দর স্টেশন এলাকা পুরোটা মঘিরে ফেলে। পরে মুক্তি বেগম টাকা নিয়ে রেললাইনের ওপর থেকে ফোন করলে মইনুল এগিয়ে যান টাকা নিতে। এসময় ছেলেকে দিয়ে টাকা হাতে নেয়ার সময় তাকে ধরে ফেলেন র‌্যাব সদস্যরা।
র‌্যাব-৩-এরপক্ষ থেকে আরো জানানো হয়েছে, টাকার লোভেই শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত তথ্য বের হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *