ফিলিস্তিনে ২০ কোটি ডলারের সহায়তা বাতিল করছেন ট্রাম্প

ফিলিস্তিনকে দেয়া ২০ কোটি ডলারের বেশি সহায়তা বাতিল করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে। এমনিতেই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়া নিয়ে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। তার ওপর ট্রাম্পের এমন সিদ্ধান্তে সেই সম্পর্ক আরো তলানিতে ঠেকবে বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছেন, ফিলিস্তিনকে যে সহায়তা দেয়া হয় তা পশ্চিম তীর ও গাজার বিভিন্ন পরিকল্পনায় ব্যবহারের জন্য। এখন তা অন্য কোথাও অতি উচ্চ অগ্রাধিকারমুলক প্রকল্পে ব্যবহার করা হতে পারে।ওই কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, এই তহবিল যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ, পশ্চিম তীর ও গাজায় ব্যবহার করা হতো। তবে এই সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্র একটি রিভিউ করেছে। ওই রিভিউতে প্রেসিডেন্টের প্রতি সুপারিশ করা হয়েছে। তাতে বলা হয়েছে ২০১৭ অর্থ বছরের ২০ কোটি ডলারের বেশি ইকোনমিক সাপোর্ট ফান্ড অন্য কোনোদিকে ব্যবহারের জন্য বলা হয়েছে। এ সময় সাংবাদিকরা জানতে চান, ওই অর্থ কি প্রত্যাহার করে নেয়া হবে অথবা ফিলিস্তিনের অন্য কোনো প্রকল্পে ব্যবহার করা হবে। এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, আমরা অগ্রাধিকারে থাকা অন্য পলিসির দিকে এই অর্থ স্থানান্তরিত করতে কংগ্রেসের সঙ্গে কাজ করবো। তবে ওই দুই কর্মকর্তার কেউই নাম প্রকাশ করতে রাজি হন নি। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ বর্জন করেছেন ফিলিস্তিনি নেতারা। তাদের এমন সিদ্ধান্তে হোয়াইট হাউজ ক্ষুব্ধ। ওই জেরুজালেম মুসলিম, ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে একটি ঐতিহাসিক ও পবিত্র স্থান। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে যেকোনো শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এর মর্যাদা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *