নরসিংদীতে বাস ও পিকআপের সংঘর্ষে ব্যবসায়ী সহ নিহত ২

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী সহ ২ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে নরসিংদীর পাঁচদোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,  মনোহরদীর নান্দদিয়া গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আকাশ মিয়া(৩৫) ও পিকাপের চালক শিবপুর খরিয়া গ্রামের রফিকুল ইসলাম (২১)।

পুলিশ জানিয়েছে, সকাল ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী নিউ লাইন পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার পাঁচদোনা বাজার এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই একটি পিকাপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পিকাপেরে চালক রফিকুল ইসলাম মারা যায়।  পরে আশঙ্কাজনক অবস্থায় সবজি ব্যবসায়ীকে নরসিংদী জেলা হাসাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আহাম্মেদ বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক করা হয়েছে।  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *