ব্রাজিল দলে নতুন মুখ রিচার্লিসন

পেদ্রোর ইনজুরির কারণে কপাল খুলল ২১ বছর বয়সী ফরোয়ার্ড রিচার্লিসনের। প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেলেন তিনি। আগামী মাসে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ব্রাজিল সম্প্রতি দল ঘোষণা করেছে। কিন্তু ইনজুরির কারণে পেদ্রো বাদ পড়ায় এভারটনের ফরোয়ার্ড রিচার্লিসনকে দলে নিয়েছেন কোচ লিওনার্দো বাচ্চি তিতে। এই গ্রীষ্মেই ওয়াটফোর্ড থেকে এভারটনে পাড়ি জমিয়েছেন রিচার্লিসন।তাকে দলে নিতে এভারটন খরচ করেছে ৩৫ মিলিয়ন পাউন্ড। নতুন দলে যোগ দিয়ে শুরুতেই চমক দেখিয়েছেন রিচার্লিসন। নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে এভারটন যে তিনটি ম্যাচ খেলেছে তাতে তিনটি গোল করেন তিনি। আর এর পুরস্কার হিসাবেই তিনি ব্রাজিল দলে ডাক পেয়ে গেলেন। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে দশটি ম্যাচ খেলেছেন রিচার্লিসন। আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় এল সালভাদরের মুখোমুখি হবে তারা।

যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন বেকার, নেতো, হুগো।
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দেদে, ফ্যাবিনহো, ফ্যাগনার, ফেলিপে, ফিলিপে লুইস, মারকুইনহোস, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: আন্দ্রেস পেরেইরা, ফ্রেড, আর্থার, ফিলিপ্পে কুটিনহো, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, রেনাতো অগাস্তো।
ফরোয়ার্ড: ডগলাস কস্তা, এভারটন, রবার্তো ফিরমিনো, নেইমার, রিচার্লিসন, উইলিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *