নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় চ্যালেঞ্জার বাসের চালক শামিম হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শহরের স্টেশন রোডে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। শামিম হোসেনের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল সরকার পাড়ায়। এর আগে গত রোববার রাতে চ্যালেঞ্জার বাসের হেলপার কমলকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, শামিম হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য নাটোর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।