গুঞ্জন যদি সত্যি হয়! মাস দুই পর বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা। কিন্তু তার আগেই হাজারও পুরুষের চোখের ঘুম ওড়ালেন দীপিকা। সৌজন্যে বিকিনি ফটোশুট। যেখানে সাদা কালো ছবিতে সাইবার দুনিয়ার হটকেক হয়ে উঠেছেন সুন্দরী। নভেম্বরের প্রথম সপ্তাহে পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে পৌঁছে যাবেন রনবীর সিং। সেখানেই করা হবে পুজোর আয়োজন।তাছাড়া দীপিকার মা বেঙ্গালুরুর নন্দী মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলে নিয়েছেন। পাত্র-পাত্রীকে নিয়ে সেখানেও নাকি পুজোর আয়োজন করা হবে। আর তারপরই ম্যারেজ ডেস্টিনেশন ইতালিতে উড়ে যাবেন তারা। যতদূত শোনা যাচ্ছে, তাতে ২০ নভেম্বর ইতালির লেক কোমোতে বসতে চলেছে বাজিরাও-মাস্তানির বিয়ের আসর। উপস্থিত থাকবে পরিবারের সদস্য ছাড়া কিছু নিকট বন্ধু-বান্ধব। কিন্তু তার আগেই বিকিনিতে ঝড় তুললেন দীপিকা। নতুন করে আলোচনায়ও আসলেন তিনি। তার এমন খোলামেলা উপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগই প্রশংসা করেছেন দীপিকার শারিরীক সৌন্দর্যের। আবার সমালোচকরা বলেছেন বিয়ের আগে কি দরকার ছিলো এমন খোলামেলা ফটোশুটের। তবে সেসবে কান দিচ্ছেন না দীপিকা। তাই কোন মন্তব্যও করেননি বিষয়টি নিয়ে।