সাধারণত কোনো ছবির শুটিং ছাড়া একসঙ্গে অনেক তারকা কোনো অনুষ্ঠানে দেখা যায় না। তবে এক ফ্রেমে অনেক তারকা মুখকে দেখা গেল এবার। প্রযোজক আবদুল আজিজ, পরিচালক ও অভিনেতা নাদের চৌধুরী, চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মৌসুমী, শাবনূর, নুসরাত ফারিয়া, পূজা চেরি, চিত্রনায়ক ওমর সানী, অমিত হাসান, বাপ্পারাজ, রোশান, সিয়াম আহমেদ, কণ্ঠশিল্পী ইমরান, কনাসহ অনেক তারকা মুখকে এক ফ্রেমে পাওয়া গেল। এ প্রসঙ্গে চিত্রনায়ক ওমর সানী বলেন, ঈদের পর এই গেট টুগেদারের আয়োজন করেন প্রযোজক আবদুল আজিজ ভাই। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। কারণ কাজের বাইরে আগের মতো এখন
তারকাদের গেট টুগেদার অনুষ্ঠান তেমন দেখা যায় না।আর আমাদের পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত দিলে সবসময়ই আজিজ ভাই আসেন, তাই এবার উনার দাওয়াতে আমি এবং মৌসুমী না করতে পারিনি। গত শুক্রবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অন্যতম কর্ণধার এবং প্রযোজক আবদুল আজিজের বাসায় ছিল তারকাদের এই মিলনমেলা। আবদুল আজিজ বলেন, অনেকদিন ধরেই বাসাতে একটা গেট টুগেদার অনুষ্ঠানের কথা ভাবছিলাম। ঈদকে কেন্দ্র করেই মূলত এটা করা। সকলের সঙ্গে কথা বলে, আড্ডা দিয়ে বেশ ভালো সময় কেটেছে আমার। শোবিজের তারকাদের পাশাপাশি আমার পরিবারের মানুষরাও উপস্থিত ছিল এতে।