বিভিন্ন ক্লাবের পজিশন ভিত্তিক সবচেয়ে দামি খেলোয়াড়দের নিয়ে একাদশ গঠন করেছে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা। হিসেব করে দেখা যাচ্ছে, চুক্তি মূল্যের ভিত্তিতে সেই একাদশে ঠাঁই পাওয়া ১১ জনের মূল্যই ১২১৮ মিলিয়ন বা ১২১.৮ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১১ হাজার ৬৫০ কোটি ৫০ লাখ টাকা। প্রত্যেক পজিশনে রয়েছেন দামি ফরোয়ার্ড, মিডফিল্ডার, ডিফেন্ডার ও গোলরক্ষক। স্বাভাবিকভাবেই মার্কার একাদশে গোলরক্ষক হিসেবে রয়েছেন কেপা আরিজাবালাগা। গত বুধবার অ্যাথলেটিক বিলবাও থেকে স্পেনের এই তরুণ গোলরক্ষককে ৮০ মিলিয়ন ইউরো ট্রান্সফারে দলে ভেড়ায় চেলসি।এর ফলে তিনি এখন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক। লেফটব্যাকে বেঞ্জামিন মেন্ডি ও রাইটব্যাকে কাইল ওয়াকার, দুজনেই ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। কোচ পেপ গার্দিওলার সিটি এই দুজনকেই কিনেছে সমান ৫৭ মিলিয়ন ইউরো করে। দুই সেন্ট্রাল ডিফেন্ডারের একজনও ম্যানসিটির। তিনি আইমেরিক লাপোর্তে। ফরাসি এই ডিফেন্ডারকে সিটি কিনেছে ৬৫ মিলিয়ন ইউরো দিয়ে। সেন্ট্রাল ডিফেন্সে তার সঙ্গী লিভারপুলের ভ্যান ডাইক। গত জানুয়ারিতে এই ডাচ ডিফেন্ডারকে লিভারপুল কিনে রেকর্ড ৮৫ মিলিয়ন ইউরো দিয়ে। যা তাকে বানিয়েছে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার। এরপর আসা যাক মাঝমাঠে। এখানে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা, বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহো ও বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। চুক্তির অঙ্ক ও বোনাস মিলিয়ে পগবাকে আনতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ঢালতে হয়েছে ১২০ মিলিয়ন ইউরো। কুটিনহোকে বার্সেলোনা কিনেছে ১৬০ মিলিয়ন ইউরো দিয়ে। মাঝমাঠে তাদের সঙ্গী রদ্রিগেজের দাম ৮০ মিলিয়ন ইউরো। এরপর সবচেয়ে আকর্ষণীয় আক্রমণভাগ। দামের ভিত্তিতে যেখানে ঠাঁই হয়েছে নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের। মানে বাঁ-উইংয়ে নেইমার, ডান-উইংয়ে এমবাপ্পে ও মাঝখানে রোনালদো। চুক্তি মূল্যের ভিত্তিতে এই তিনজনের দামই ৫১৪ মিলিয়ন ইউরো। গত মৌসুমে বার্সেলোনা থেকে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। যা ব্রাজিলিয়ান তারকাকে বানিয়েছে ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার। রাইট-উইঙ্গার এমবাপ্পের দাম ১৮০ মিলিয়ন ইউরো। আর মূল স্ট্রাইকার পজিশনে থাকা পর্তুগিজ সুপারস্টার রোনালদোর দাম ১১২ মিলিয়ন ইউরো। গত জুলাইয়ে তাকে রিয়াল মাদ্রিদ থেকে এই অঙ্কে কিনে নেয় ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।