ঈগল বাস চাপায় মিরপুরে এসআই নিহত

স্বদেশ নিউজ২৪.কম: আজ রাজধানীর মিরপুর রাইনখোলায় ঈগল পরিবহন এর বাস চাপায় শাহ আলি থানার এসআই উত্তম ঘটনা স্থলেই নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় জনগনরা গাড়িসহ চালককে আটক করেছে। এখনও চলছে মৃত্যু মিছিল। কিছুদিন আগেই এই সড়ক দুর্ঘটনায় ছাত্র-ছাত্রী নিহত হবার ঘটনায় দেশব্যাপী ছাত্র আন্দোলন হয়। সেই আন্দোলন এর দাবী সরকার মেনে নিলেও এখনও মৃত্যু মিছিল থেমে থাকেনি।

ছবি- মনি ও মাসুদ , স্বদেশ নিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *