সাভারের আশুলিয়ায় খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শিক্ষার্থী সোহাগ খন্দকার ও মাসুদ রানার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে আশুলিয়ার নলাম এলাকার ডগরতুলী খালে গোসল করতে নিয়ে তাদের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিস ইউনিট। তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সোহাগ আশুলিয়া কাইছাবাড়ির এলাকায় সিরাজুল খন্দকারের ছেলে এবং জে এল মডেল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মাসুদ একই এলাকার ইকবাল হোসেনের ছেলে এবং কাইছাবাড়ি আইডিয়াল মডেল স্কুলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ।