কিরগিজস্তানে ২০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন এমন মসজিদ উদ্বোধন

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ‘সেন্ট্রাল ইমাম সেরাহসি মসজিদ’ উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সাত হাজার স্কয়ার মিটার জায়গার এই মসজিদে একসঙ্গে ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

তুরস্ক সরকার নির্মিত এই মসজিদ সামাজিক ও ধর্মীয় কমপ্লেক্স হিসেবে ব্যবহার করা হবে। রোববার(২ সেপ্টেম্বর ২০১৮) তিনি মসজিদটি উদ্বোধন করেন। খবর তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।
এরদোগান বলেন, আমি আশা করছি মসজিদটি কিরগিজস্তান ও তুর্কি জনগণের মধ্যে ভাষা, ইতিহাস, সংস্কৃতি, বিশ্বাস ও ভ্রাতৃত্বের স্মারক হয়ে থাকবে। এটি দুই দেশের মধ্যে একতা ও শান্তি আনবে। কারণ আমরা আলাদা রাষ্ট্র হলেও এক জাতি। আর আমরা মুসলিম উম্মাহ।
এই মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় শিক্ষা প্রদানের ব্যবস্থা থাকবে। অটোমান নকশায় নির্মিত মসজিদটি নির্মাণে ছয় বছর সময় লেগেছে।
উল্লেখ্য, গত শনিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কয়েকজন মন্ত্রীসহ কিরগিজস্তান অবস্থান করছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *