অভিমানী কেয়া

সাবরিনা সুলতানা কেয়া। চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি কেয়া নামেই পরিচিত। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ চলচ্চিত্রে অভিনয় করে ক্যারিয়ারের শুরুতেই দারুণ প্রশংসিত হন তিনি। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পান রিয়াজ ও আমিন খানকে। খুব অল্প সময়ে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এলেও পরে হঠাৎ যেন হারিয়ে যান। বছর দুই আগে অবশ্য আবারো ফিরেছেন চলচ্চিত্রে, তবে কাজ করছেন কম। সবশেষ মুভি প্ল্যানেটের ব্যানারে চিত্রনায়িকা কেয়া সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিতে অভিনয় করেন। সেটাও দুই বছর আগের কথা।বর্তমানে অভিনয় থেকে অনেকটা দূরে সরে আছেন এ গ্ল্যামার গার্ল। তেমন কারো সঙ্গে যোগাযোগও করছেন না তিনি। তাহলে কি আবারো হারিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। গতকাল কেয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, জীবনে খুব সুন্দর সুন্দর মুহূর্ত ছিল। সেই মুহূর্তগুলো খুব মনে পড়ে। আমার কাজ শুরুর দিনগুলোর কথা মনে পড়ে। শুধু অভিমান করে দূরে চলে এসেছি। এই কথাগুলো দিয়ে বোঝা যায়, অনেকটা অভিমান করেই এই ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে আছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেও কথা হলে তিনি চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে জানিয়েছিলেন, নিয়মিত অভিনয় করতে চাইলেও মনের মতো গল্প না পাওয়ায় তা হয়ে উঠছে না তার। প্রতিটি অভিনেত্রীর চরিত্র নিয়ে স্বপ্ন থাকে। আলোচনা ও সমালোচনায় থাকা এই অভিনেত্রী তার স্বপ্ন নিয়ে আরো জানিয়েছিলেন, আমি সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে চাই। তবে প্রথমে দেখবো আমার অভিনয়ের জায়গা কতটুকু। ভালো কাজ দিয়েই ফিরতে চাই। আমার কাছে ছবির চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। তাই অভিমান থেকে দূরে সরে যাওয়া নয়, চলচ্চিত্রে আবারো নিয়মিত হোক কেয়া- এমনটিই চান চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *