সর্বাধিক মেহজাবিন

চলতি সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। গেল বছর মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকের মধ্য দিয়ে দারুণ আলোচনায় আসেন। এই নাটকে তিনি কাঁদেন, দর্শকদেরও কাঁদান। তারপর থেকে মেহজাবিনের প্রতি দর্শকের আগ্রহটাও বাড়তে থাকে। গেল ঈদেও মেহজাবিন তার সেই সফলতা ধরে রাখেন। এদিকে অভিনীত নাটক প্রচারের সংখ্যায়ও এই সময়ের অন্য অভিনেত্রীদের চেয়ে এগিয়ে আছেন এই পর্দাকন্যা। ঈদে মেহজাবিন অভিনীত সর্বাধিক তেইশটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়। এসবের মধ্যে বেশ কিছু নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে।উল্লেখযোগ্য নাটকগুলো হলো জাকারিয়া সৌখিনের ‘যদি তুমি জানতে’, চয়নিকা চৌধুরীর ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’, মহিদুল মহিমের ‘রং বদল’, মাহমুদুর রহমান হিমির ‘তোমার অপেক্ষায়’, বি ইউ শুভর ‘হঠাৎ একদিন’, রুপক বিন রউফের ‘রাজা রানী রাজি’ ও আশফাক নিপুনের ‘লায়লা তুমি কি আমাকে মিস করো’। সর্বাধিক নাটক প্রচার প্রসঙ্গে মেহজাবিন বলেন, নাটকের সংখ্যা গুনে অভিনয় করি না। তবুও দেখতে দেখতে অনেকগুলো নাটক প্রচার হলো। নির্মাতারা আমার ওপর আস্থা রেখেছেন এ জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাটকের সংখ্যা বেশি হলেও মানের ক্ষেত্রে আমি আপস করিনি। প্রতিটি নাটকের গল্প ও চরিত্রে বৈচিত্র্য রয়েছে। দর্শক আমার কাছে যা প্রত্যাশা করেন সেটি পূরণ করার চেষ্টা থাকে আমার নাটকগুলোতে। এভাবেই আমি আগামীতেও অভিনয় করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *