প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বাসের সুপারভাইজার গ্রেপ্তার

টাঙ্গাইলে বাসে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বাসের সুপারভাইজার এরশাদকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে গ্রেপ্তার এরশাদকে আদালতে নেয়ার পর পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামান আগামীকাল মঙ্গলবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেছেন।
অন্যদিকে টাঙ্গাইল কারাগারে নিরাপদ হেফাজতে থাকা ধর্ষিত ভিকটিমকে তার ভাইয়ের জিম্মায় প্রদানের আদেশ দিয়েছেন আদালত।
গেল শুক্রবার গ্রেপ্তারকৃত বাসের হেলপার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন চালক আলম খন্দকার ও সুপারভাইজার এরশাদ ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাসের ভেতর ধর্ষণ করে।
প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে টহলরত পুলিশ দল নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারে, বাসস্ট্যান্ডে একটি বাসের ভেতর নারীর কান্না শোনা যাচ্ছে।
এ খবর পেয়ে ওই টহল দল বাসটিতে গিয়ে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। এসময় ওই নারী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ওই বাসের হেলপার নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে ভিকটিমের পরিচয় পাওয়া গেছে। ভিকটিমের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুড়িপুর গ্রামে। ঈদের আগে সে বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। পরে ২৩ আগস্ট নিখোঁজ হয়। পরে তার বড় বোন সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *