শনিবার এক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা অর্জুন রামপাল । হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এমআরআই রিপোর্ট বলছে লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে এ সংবাদ। তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অর্জুন রামপাল। সেখানে দেখা যায়, তাকে এমআরআই মেশিন থেকে বের করছেন চিকিৎসকরা। ভিডিওটি পোস্টের পর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অর্জুনের ভক্তরা। তবে দুশ্চিন্তা রয়েছে আরও কিছু ব্যাপারে। তা হল মাত্র চার দিন পর মুক্তি পেতে যাচ্ছে অর্জুন রামপাল অভিনীত ছবি ‘পল্টন’। আর ঠিক এ সময় ঘটল দুর্ঘটনাটি। কিছু দিন আগে ‘পল্টন’ ছবি মুক্তির জন্য আশির্বাদ নিতে ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন অর্জুন। ১৯৬৭ সালে ভারতের সিকিম সীমান্তে নাথুলা ও চো লা সংঘর্ষকে ভিত্তি করে তৈরি হয়েছে ‘পল্টন’ ছবির চিত্রনাট্য। ছবিটি পরিচালনায় রয়েছে জেপি দত্ত। অর্জুন রামপাল ছাড়াও এ ছবিতে দেখা যাবে ইশা গুপ্তা ও জ্যাকি শ্রফকে।