প্রথমবার লা লিগায় উঠে আসা হুয়েস্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ৮-২ গোলের উড়ন্ত জয়ে দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করেন লিওনেল মেসি। প্রথমার্ধে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে হুয়েস্কার জালে পাঁচবার বল পাঠায় বার্সা। শিরোপা ধরে রাখার মিশনে টানা তিন ম্যাচেই জয় পেল আরনেস্তো ভালভার্দের শিষ্যরা। দুই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরো দুই গোল করান আর্জেন্টাইন সুপারস্টার। জোড়া গোল পান লুইস সুয়ারেজ। ইনজুরি সময়ে পেনাল্টি পেয়েও সুয়ারেজের হাতে বল তুলে দিয়ে হ্যাটট্রিক বিসর্জন দেন মেসি। একটি করে গোল করেন উসমান দেম্বেলে, ইভান রাকিটিচ ও জর্ডি আলবা।অন্যটি আত্মঘাতী। রাকিটিচের গোলে অ্যাসিস্ট করে অনন্য এক কীর্তি গড়েন লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৩৮৭) মেসি। একবিংশ শতাব্দীতে লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে ১৫০টি অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন বার্সার প্রাণভোমরা। এ তালিকায় সেরা পাঁচের পরবর্তী চারজন হলেন সেস ফ্যাব্রিগাস (১৪৩), মেসুত ওজিল (১২৮), ক্রিস্টিয়ানো রোনালদো (১২২) ও দানি আলভেস (১১০)। এদের মধ্যে কেউই বর্তমানে স্পেনে খেলেন না। জর্ডি আলবাকে দিয়ে আরেকটি গোল করিয়ে অ্যাসিস্ট সংখ্যাটা ১৫১-তে নিয়ে যান মেসি।