‘ব্লাড মানি’ বা প্রাণের বিনিময়ে অর্থ সংগ্রহের সময় বাড়ানোর আবেদনে এক বাংলাদেশীকে হত্যার অভিযোগে অভিযুক্ত আরেক বাংলাদেশীর শুনানি স্থগিত করেছে শারজা ক্রিমিনাল আদালত। অর্থ সংক্রান্ত বিরোধে স্বদেশীকে হত্যা ছুরিকাঘাত করে হত্যা করে ওই বাংলাদেশী। এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস। এতে বলা হয়, এ দুই বাংলাদেশীই একটি কোম্পানিতে চাকরি করতেন। নিহত বাংলাদেশীর কাছে টাকা পাওনা ছিলেন ঘাতক বাংলাদেশী। ওই টাকা ফেরত চাইলে তাদের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি হয় ৫ বছর আগে। এরই জের ধরে কোম্পানির ভিতরেই নিহত বাংলাদেশীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘাতক বাংলাদেশী। এ নিয়ে মামলা চলছে। সর্বশেষ এ নিয়ে শুনানির দিন বাংলাদেশ কনসুলেট থেকে আদালতে মামলার বিবাদীকে আরো সময় দেয়ার আবেদন করা হয়।বলা হয়, সময় বাড়িয়ে দিলে বিবাদী নিহতের পরিবারের সদস্যদের কাছে ব্লাড মানি দিতে সক্ষম হবেন। আর নিহতের পরিবার ওই ব্লাড মানি নেতে কোনো আপত্তি করছেন না। যদিও তার বড়ভাইয়ের আপত্তি আছে। তবে তার পিতামাতার কোনো আপত্তি নেই। ফলে বাংলাদেশ কনসুলেট টিম আদালতকে অনুরোধ করে মামলার শুনানি স্থগিত করতে, যাতে বিবাদী নিহতের পিতামাতার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিষ্পত্তি করতে পারেন।