এমপি শম্ভুকে বর্জন ও অবাঞ্চিত ঘোষণা বরগুনা জেলা আওয়ামী লীগের একাংশের

বরগুনা-আমতলী-তালতলী) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপিকে বর্জন ও অবাঞ্চিত ঘোষণা করেছে জেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরগুনা প্রেসক্লাব মিলানায়তনে জেলা আওয়ামীলীগের অধিকাংশ নেতার উপস্থিতিতে সংবাদ সম্মেলনে এমপি শম্ভুকে বরগুনায় বর্জন ও অবাঞ্চিত ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর। সংবাদ সম্মেলনে এ সময় তিনি বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, (এমপি) দলকে পারিবারিকীকরণ করে দূর্নীতি ,ক্ষমতার অপব্যবহার এবং দলের ত্যাগী নেতাকর্মীদের কোণঠাসা করে অপরাজনীতির সূচনা করেছেন । এতে আওয়ামীলীগের স্থানীয় রাজনীতিতে দ্বন্ধ প্রকট হয়ে উঠেছে। সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ ,তার পরিবার এবং তার অপকর্মের সহযোগী কতিপয় মেরুদন্ডহীন নেতার এই অপকর্মের দায় গোটা দল কিছুতেই কাধে নেবে না । তার দূর্নীতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে তিনি বলেন আজ থেকে তাকে আমরা বরগুনায় বর্জন ও অবাঞ্চিত ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন দলীয় সভানেত্রীর কাছে আমরা ইতোপূর্বে তার বিরুদ্ধে ২৪টি দূর্নীতির অভিযোগ দাখিল করেছি। তাছাড়া দলীয় সভানেত্রীর প্রতি আনুগত্যের সঙ্গে বিশ্বাসঘাতক একজন নেতা হিসেবে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর (এমপি) নেতৃত্ব আজ প্রশ্নবিদ্ধ। এ জন্য আমরা বরগুনা জেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন তাকে বর্জন ও অবাঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি।
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আঃ মোতালেব মৃধা, এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহ মোঃ ওয়ালিউল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর কবীর, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক স্বপন, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান শিহাব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন, জেলা মৎস্য লীগের সভাপতি বাচ্চু চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি আঃ হালিম মোল্লা, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর সহ শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *