চট্টগ্রামের ফটিকছড়িতে দখলদারদের হামলায় বনমালী নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভুজপুর থানার দাতমারা ইউনিয়নে গভীর বনে অবৈধ দখল উচ্ছেদের কাজে গিয়ে দখলদারদের হামলায় বন কর্মচারী আব্দুস সামাদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার দুপুরের দিকে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বনবিভাগের হাসনাবাদ রেঞ্জের গভীর বনে এ ঘটনা ঘটে বলে স্বদেশ নিউজ 24 অনলাইনকে নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি বায়েজ আলম।
বনবিভাগের ফটিকছড়ি রেঞ্জের কর্মকর্তা রেজাউল অনলাইনকে জানিয়েছেন আব্দুস সামাদ হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের বনমালী হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বলেন, সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের একদল কর্মকর্তা-কর্মচারী। এসময় দখলদাররা তাদের উপর হামলা করে। হামলার এক পর্যায়ে আব্দুস সামাদ মারা যান।
ভূজপুর থানার ওসি বায়েজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *