ইলিয়াসের ভিডিওতে আদর

: Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
: ৬ years ago

প্র্রযোজনা প্রতিষ্ঠান রেইন মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে ইলিয়াস হোসাইন ও স্বরলিপির নতুন গান ‘তোর মায়ায়’। আর এই গানে মডেল হয়েছেন আদর আহমেদ ও সামান্থা শিমু। গানটি লিখেছেন গীতিকার সোহাইল মাসুদ। গানটির মিউজিক কম্পোজ করেছেন রেজওয়ান শেখ। দারুন লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন কাজী ইমরান হাসান। এই গানটি ছাড়াও আদর আহমেদ এর মধ্যেই বেশ ক’টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এবং দারুন সাড়া পেয়েছেন। আদর সর্বশেষ কাজ করেছেন যৌথ প্রযোজনার ছবি প্রেম আমার ২ তে। জিটিভি ও আরটিভিতে প্রচারিত হয়েছে আদর অভিনীত একাধিক নাটক। নিজের ব্যস্ততা ও নতুন ভিডিও প্রসঙ্গে আদর জানান, ‘আমি কাজ করে যেতে চাই। ছোটোপর্দা, বড় পর্দা, মিউজিক ভিডিও কিংবা ওয়েব সব মাধ্যমেই আমার সমান আগ্রহ। আর তোর মায়ায় গানটি করার সময় যতোটা ভেবেছি রিলিজের পর তার চেয়েও বেশি সাড়া পেয়েছি। আশার করছি দর্শকরা ঠকবেন না।’ এদিকে আদর আহমেদের আরো তিন-চারটি ভিডিও মুক্তির অপেক্ষায় রয়েছে। তোর মায়ায় প্রসঙ্গে ইলিয়াস হোসাইন বলেন, ‘এই গানটি একেবারে সফট মেলোডি ধাঁচের একটি গান। স্বরলিপি দুর্দান্ত গেয়েছেন। আমার কাছে যে ধরনের গান আশা করেন শ্রোতারা সেরকমই পাবেন।’