বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেও শান্তিতে নেই কুদ্দুস

নড়াইল প্রতিনিধি
তিন বছর আগে বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেও শান্তিতে নেই মো: গোলাম কুদ্দুস। এখনো নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলের বুড়িখালি গ্রামের ফজলেয়ার রহমান খানের ছেলে মো: গোলাম কুদ্দুস আউড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০১৫ সালে চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশ করে আওয়ামীলীগ নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। ওই সভায় আউড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক পটু সরদার, কাশিপুর ইউপি চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মো: মতিয়ার রহমান সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু আওয়ামীলীগে যোগদানকারী সেই মো: গোলাম কুদ্দুস এখন সাবেক বিএনপি নেতা থাকার কারনে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। মো: গোলাম কুদ্দুস জানান, আমি বঙ্গবন্ধুকে ভালবেসে আওয়ামীলীগে যোগদান করেছি। অথচ এখন বাড়িতে ঘুমাতে পারছিনা পুলিশি তৎপরতার কারনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *