ইকুয়েডরের কেন্দ্রস্থলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বৃহ¯পতিবার ১১২ কিলোমিটার গভীর থেকে সৃষ্ট ভূমিকম্পটি আমবাতো শহরের ৯৪ কিলোমিটার দক্ষিণ এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল বলে মার্কিন ভূত্ত্বাত্তিক সংস্থা ইউএসজিপি এর বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। শক্তিশালী এ ভূমিকম্পে একজন আহত হয়েছেন এবং এতে আশেপাশের এলাকার বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।
ইকুয়েডরের দুর্ঘটনা ব্যবস্থাপনা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে বৈদ্যুতিক তারগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্যের্তাস নেগ্রাস, গুয়ানো এবং চুনচি এলাকাগুলো বিদ্যুতহীন হয়ে পড়েছে। এছাড়া এতে ঘরবাড়িগুলো হালকা ক্ষতির সম্মুখীন হয়েছে এবং রাস্তায় ভূমিধ্বস হয়েছে। বাবাহোয়ো শহরে এক ব্যক্তি হাড় ভেঙে আহত হয়েছেন। এছাড়া কোনো ঘরবাড়ি ভেঙে গেছে কিনা তা কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।
রাজধানী কুইটো এবং শিল্প বন্দর নগরী গুয়াকুইলেও হালকা কম্পন অনুভূত হয়েছে এবং লোকজন রাস্তায় ছোটাছুটি শুরু করেছিল।ইকুয়েডরের ভূত্ত্বতিক সংস্থা জানিয়েছে, অল্প জনবসতিসম্পন্ন প্রত্যন্ত অঞ্চলে এ ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটি পাঁচটি ছোট ছোট কম্পন সৃষ্টি করেছে।
ইকুয়েডরে ঘন ঘন ভূমিকম্প ঘটতে দেখা যায়। এর আগে ২০১৬ সালে ৭ দশমিক ৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ৬৫০ জন নিহত হয়েছিলেন।