চুপি চুপি দীপিকা

অরল্যান্ডোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন দু’জনে। হঠাৎই ভিড়ের মাঝে এক ভক্ত তাদের লক্ষ করেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন, দীপিকা আর রণবীর। কী কিউট! ওই ঘুরে বেড়ানো অবধিই। এর বেশি আর কিছু জানা যায়নি। তবে এখন শোনা যাচ্ছে, এ বেড়ানো নাকি যে সে বেড়ানো নয়। বিশেষ এক কারণেই দীপিকা আর রণবীরের অরল্যান্ডো যাওয়া। প্রায় দু’মাস ধরেই ব্যাচেলর পার্টির পরিকল্পনা করছেন রণবীর সিং।আগস্টের প্রথম দিকে তো গিয়েইছিলেন। আগস্টের একবারে শেষের দিকেও আর একবার অরল্যান্ডো উড়ে গিয়েছিলেন রণবীর। অনেকেই ভাবলেন, এটা হয়তো অভিনেতার একটা ছোট ট্রিপই হবে। কিন্তু না। বলি সূত্রের খবর, ব্যাচেলর পার্টি দিতেই পরের বার অরল্যান্ডো গিয়েছিলেন অভিনেতা। শুধু রণবীর একা নন, দীপিকাও ওই পার্টিতে ছিলেন বলে খবর। তবে দীপিকা একেবারে চুপি চুপি ব্যাচেলর পার্টিতে অংশ নেন। গোপনে ব্যাচেলর পার্টি করতে চাইলেও সেটি জানাজানি হয়ে গেছে সম্প্রতি। এদিকে কিছু দিন আগেই সংবাদমাধ্যমের সামনে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন নায়িকা। বিয়ে আদৌ হচ্ছে কি না, সেসব প্রশ্নের ধার ধারেননি। তিনি কেবল বলেন, খুব শিগগির সব কিছু জানতে পারবেন। জানা গেছে, চলতি বছরের ২০শে নভেম্বর ইতালির লেক কোমোতেই নাকি চার হাত এক হতে চলেছে। খুব অল্প কিছু মানুষ উপস্থিত থাকবেন তাদের বিয়ের অনুষ্ঠানে। সেই তালিকায় রয়েছেন দুই পরিবার, আত্মীয়মহল আর খুবই কাছের বন্ধু-বান্ধব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *