চলে যাওয়ার চার বছর

উপমহাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম। ২০১৪ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। আজ এই গুণীশিল্পীর চতুর্থ মৃত্যুবার্ষিকী। সংগীতের সব ক্ষেত্রে তার ছিল সমান পদচারণা। তবে তিনি বিখ্যাত হয়ে আছেন নজরুল সংগীতশিল্পী হিসেবেই। সংগীতে নিমগ্ন এই শিল্পী সংগীতকে পৌঁছে দিয়েছিলেন সর্বোচ্চ শিখরে। ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮শে জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন।

পারিবারিক আবহে গান শেখার অবকাশ না থাকলেও বাবা-মায়ের সংগীতপ্রীতি ছিল।এটাই তার জন্য সহায়ক হয়। ১৯৪২ সালে মাত্র ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি থেকে তার প্রথম রেকর্ড বের হয়। কীর্তিমান সুরকার কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গানের রেকর্ড করেন তিনি। এই রেকর্ড প্রকাশের মাধ্যমে কমল দাশগুপ্তের সঙ্গে ফিরোজা বেগমের ব্যক্তিগত সম্পর্কের সূত্রপাত। ফিরোজা বেগম ১৯৪২ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত কলকাতায় নিয়মিত গান করেছেন। আধুনিক গান, রবীন্দ্রসংগীত, গজল, ভজন সব গানই তখন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *