ওভালে চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। যদিও এরই মধ্যে সিরিজ খুইয়েছে সফরকারীরা। ভারতের এই দুর্দশা অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা। সেই ব্যর্থদের একজন ওপেনার লোকেশ রাহুল। তবে এই ব্যর্থতার মধ্যেও মাঠে একটি রেকর্ড স্পর্শ করে ফেললেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। ইংল্যান্ডের মাটিতে কোনো সিরিজে ভারতীয়দের হয়ে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড স্পর্শ করেন তিনি।
এতোদিন ভারতীয়দের মধ্যে কোনো সিরিজে সর্বোচ্চ ১৩টি ক্যাচ ধরার রেকর্ড ছিল ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়ের। ২০০৪-০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গাভাস্কার-বর্ডার ট্রফিতে ১৩টি ক্যাচ নিয়েছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। তার ১২ বছর পর দ্রাবিড়ের সেই রেকর্ড ভাগ বসালেন রাহুল।ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এরই মধ্যে ১৩টি ক্যাচ ধরেছেন তিনি। তবে এক সিরিজে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড অস্ট্রেলিয়ার জ্যাক গ্রেগরির। অ্যাশেজের ১৯২০-২১ মৌসুমে রেকর্ড ১৫টি ক্যাচ ধরেন তিনি। রাহুলের সামনে সুযোগে এই রেকর্ডকে অতিক্রম করার। কারণ ওভালে আরেকবার ব্যাট করবে ইংলিশরা।