১৪ হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ

লাইসেন্সবিহীন ক্রিসেট হাসপাতাল ও ডায়গনস্টিক কমপ্লেক্সসহ মোহাম্মদপুরের ১৪ হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

হাসপাতালগুলো হলো- বিডিএম হসপিটাল, সেবিকা জেনারেল হাসপাতাল, জনসেবা নার্সিং হোম, লাইফ কেয়ার নার্সিং হোম, রয়্যাল মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবাব সিরাজউদ্দোলা মেন্টাল হসপিটাল, মনমিতা মেন্টাল হসপিটাল, প্লাজমা মেডিকেল সার্ভিস এন্ড ক্লিনিক, শেফা হসপিটাল, ইসলামিয়া মেন্টাল হসপিটাল, মক্কা মেডিয়ান জেনারেল হাসপাতাল, নিউ ওয়েল কেয়ার হসপিটাল ও বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড হসপিটাল। লাইসেন্স না থাকার পরেও অবৈধভাবে এসব হাসপাতাল পরিচালিত হচ্ছিল।

আদালত সূত্রে জানা গেছে, এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *